তিনটি কবিতা । সৌম্যদ্বীপ দাস

সৌম্যদ্বীপ দাস। কবিতা প্রেমী ও লেখক। তাদের সমষ্টিগত সৃষ্টি এই পরিবার। কবিতায় মুগ্ধ করেছে মুক্তাক্ষর সাহিত্য স্রোত কে। তার লেখা তিনটি কবিতা রইল।


১.
পলাতক

সৌম্যদ্বীপ দাস


আমিষ ভক্ত ছাড়া,
ওসব দেখে কজন..?
সাধারণত আর কেউ মরছেনা
আমি লাফ দিয়ে বেড়িয়ে এলাম,
ঘুমের মধ্যে শুয়ে আছি 
এবার তোমাদের পিঠে
জীবনের শানবাঁধানো ঘাট
আর বেশিদিন ক্ষমতায় নেই তোমরা,
আমি লাফ দিয়ে বেড়িয়ে এসেছি।



২.
ডুবে যাওয়া

সৌম্যদ্বীপ দাস


অভাবে জেগে থাকো কেনো,
আমি মরে যেতে ভয় পাই
ঘুমের মধ্যে জলতেষ্টা পেলে
মুখের আগায়
কিম্বা উন্মুক্ত জিভে
ডলে দিয়ে যাও শিশিরবিন্দু।
আকাশের মত এত সুন্দর
তবু বেশিক্ষণ যায়না
পুরু দূর্বাঘাসের মতো সবুজ,
মেঘদলের মত আঁচড়ানো চুল
আমিতো দেখেছি একজনের মুখে
পথ ভারী হচ্ছে 
ক্রমাগত ডুবে যাচ্ছি আমি।



৩.
প্রহরী

সৌম্যদ্বীপ দাস


জেগে পৃথিবীর কোলে
আমিও একদিন,
দেবশিশুর মত 
কোলাহল নির্জনে জোনাকির মতো।
যখন আমি তোমার মুখের দিকে দেখি
দুটো অস্পষ্ট ছাপ
কালোর মধ্যে মিলিয়ে যেতে যেতে,
একটা চোখ হয়ে উঠেছে
গন্ধ নেবার নাক, আর কান
আমার শরীর সম্পূর্ণ না করেই
আমি ঘুমন্ত ঘাস হয়ে শুয়ে আছি,
চারিদিকে বন্দুকের শব্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ