দুটি কবিতা । অরুণাভ দত্ত

অরুণাভ জীবন দত্ত। বাংলা কবিতার মায়াজাল থেকে জন্ম পাওয়া আরেক মহীয়ান। আমরা তার কবিতায় স্তব্ধ। বিভিন্ন আলোকচিত্র সাথে শহরের আনাচে কানাচে ধরে নিয়ে তার শৈল্পিক যাত্রা। মুক্তাক্ষর সমৃদ্ধ হয়েছে তার লেখায়। তার দুটো কবিতা রইল।



১,
ফিরবে না আর

অরুণাভ জীবন দত্ত


অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছি, 
কেউ আর ডেকো না। 

জীবনের সামান্য জিজ্ঞাসায়,
চাওয়া...না পাওয়ায় ঢেকেছে হৃৎপিণ্ড। 

    
স্বপ্ন ডাক দিলে হয়তো জেগে উঠবো,
তবে! ফিরবো না আর কোনদিন।



২.
আত্রেয়ী

অরুণাভ জীবন দত্ত


একসন্ধ্যায় আত্রেয়ীর সদরঘাটে 
বসে দেখছি আত্রেয়ীকে...

তোমাকে না পাবার ব্যাথা
আজও জানাতে পারলাম না আত্রেয়ী!
দিন আসে আর দিন যায়
চাঁদকে সাক্ষী রেখে ভাবছি 
এই বসন্তই বোধায় আমার শেষ বসন্ত।

ঠিক সেই সন্ধ্যায় 
সন্ধ্যাতারা ফুলের মতো
ভেসে উঠলো
আত্রেয়ীর চোখ দুটি
আমি আমার আমিতে
খুঁজে পেলাম আত্রেয়ীকে...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ