তিনটি কবিতা । সত্যব্রত ধর

সত্যব্রত ধর। আধুনিক, নরম সব ধরনের কবিতায় তিনি যেনো শিক্ষক আমাদের। শব্দ চয়নে মুগ্ধতা ছড়িয়ে মুক্তাক্ষর সাহিত্য পরিবার কে ভাসিয়েছে কবিতার সায়রে। তার তিনটি কবিতা রইল। 

১,
বসন্ত এসে গেছে

সত্যব্রত ধর


উত্তরের হাওয়া বরাবরই খামখেয়ালি আপনভোলা।
শীতের খসখসে রুক্ষতা শেষে
গরমের তাৎক্ষণিক চাকচিক্য প্রকাশ পেলেও,
কুয়াশার সাময়িক ফিরিস্তি জানান দেয়
শীতের ইনিংস পুরোপুরি শেষ হয়নি।


আর দক্ষিণের আবহাওয়া ভীষণ চড়া,
রংবেরঙের দামী জৌলুসে মোড়ানো।
ঐ ছদ্মবেশী হাওয়ার পাল কখন যে
কোনদিকে বয় তা বোঝা বড্ড শক্ত।

দক্ষিণের হাওয়ায় গোছানো আগ্রাসী দম্ভ থাকলে
উত্তরের হাওয়ায় আছে প্রাকৃতিক মিশুকে মায়া
দক্ষিণের হাওয়ায় শহুরে রূপের তেজ থাকলে
উত্তরের হাওয়ায় আছে বড্ড আপন ভাব।


তবে উত্তর আর দক্ষিণের এসব ভিন্নতা
পেরিয়ে, দুয়ের মেলবন্ধনে বঙ্গের বাতাসে
এখন আনন্দের পলাশ ও মহুয়ার সৌরভ
জানান দিচ্ছে.... "বসন্ত এসে গেছে"। 



২,
মধ্যাকর্ষণ

সত্যব্রত ধর


শীতের এই ছোট্ট শহর ক্লান্ত মনে
শুধু তোমার অপেক্ষায় ব্যস্ত
আবেগের আগুন জ্বালিয়ে রেখেছিলো।
ক্যালেন্ডারে মিঠে রোদ পেরিয়ে
বাসন্তী কুয়াশা মাখা সকাল এলেও,
তবু তোমার বুকে জ্বর আসেনি।
একটাও কৃষ্ণচূড়া বিকেলে তোমার অভাবী মুখে হাত রেখে
পাঁজরের লাজুক শব্দ শোনা হয়নি।
কাঁপা হাতের তরল সন্ধ্যায়, চোখের
জলের রঙ কিংবা অভিমানের ভাষা
হয়তো একটুও চেনা যায়না।
প্রতিটি ভেসে যাওয়া রাতে দেখেছি
ব্লাউজের ভাঙা বোতাম, যা অভিযোগের
বাষ্পে অদৃশ্য হয়েছে বিস্ময় ছন্দে।
পোয়াতি ভোরের গুজব দৃশ্যে
জরায়ুর তপ্ত সিঞ্চন, শত আঘাত
পেরিয়ে সূঁচ-সুতোয় নতুন আলো গাঁথছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ